ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২২ অক্টোবর ২০২৪  
৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘জেড’ থেকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে কোম্পানিগুলো ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিগুলো হলো- এডভেন্ট ফার্মা লিমিটেড, শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে এডভেন্ট ফার্মা ও শেপার্ড ইন্ডাস্ট্রিজকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

তথ্য মতে, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

অন্যদিকে ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় শেপার্ড ইন্ডাস্ট্রিজকে এবং ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় এডভেন্ট ফার্মাকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা কাল থেকে কার্যকর হবে।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়