ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

রেকিট বেনকিজারের ৯ মাসে মুনাফা ৫ শতাংশ কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৩২, ৩০ অক্টোবর ২০২৪
রেকিট বেনকিজারের ৯ মাসে মুনাফা ৫ শতাংশ কমেছে

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা প্রায় ৫ শতাংশ কমেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৩.১৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৭.৫৩ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৪.৪০ টাকা বা ৯.২৬ শতাংশ।

এ ছাড়া চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০৫.৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১০.৮২ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫.৪৭ টাকা বা ৪.৯৩ শতাংশ।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৩.০৪ টাকা।

এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়