ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

ব্যান্ডউইথ কেনার অর্থ বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৩০ অক্টোবর ২০২৪  
ব্যান্ডউইথ কেনার অর্থ বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক 

ইন্টারনেট সেবার জন্য বিদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে হয়। এই ব্যান্ডউইথ কেনার অর্থ বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইন্টারনেট সেবার জন্য বিদেশ থেকে ব্যান্ডউইথ কেনার অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে। এতদিন অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগত।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যান্ডউইথ ক্রয়ের অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠাতে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সাথে সম্পাদিত চুক্তি, ইনভয়েস, অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী থাকতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ইন্টারনেট সেবার উপকরণ হিসেবে ব্যান্ডউইথ কাজ করে থাকে। এ-জাতীয় আবশ্যকীয় ব্যয় পরিশোধের সাধারণ অনুমতি প্রদানের ফলে বৈদেশিক লেনদেন সহজ হবে।

অপর একটি সার্কুলারের মাধ্যমে বিদেশি আমদানিকারক এবং বিদেশি কন্টাটরদের অনুকূলে পারফরমেন্স বন্ড বা গ্যারান্টি ইস্যু করার জন্য ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো স্থানীয় রপ্তানিকারক এবং সাব-কন্টাটরদের পক্ষে এসব কাজ কতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, রপ্তানি বাণিজ্য সহজ করতে এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি কন্টাটরদের পক্ষে স্থানীয় সরবরাহ কার্যক্রম সম্পাদনের জন্য নিয়োজিত সাব-কন্টাটরদের কাজ সহজ হবে। বৈদেশিক মুদ্রার আন্তঃপ্রবাহ বৃদ্ধিতে সহায়তা করবে।

এনএফ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়