ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

‘বাংলাদেশের পুঁজিবাজার আরও ভালো করবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৩১ অক্টোবর ২০২৪  
‘বাংলাদেশের পুঁজিবাজার আরও ভালো করবে’

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বিশ্বব্যাংক ও ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা ব্যক্ত করেছেন যে, বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরও ভালো করবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রিজ ডে’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।

বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্মশালার সমাপনী সেশনে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, বিএমবিএ, এএএমসিএমএফ, এসিআরএবি, বিএপিএলসি, ভিসিপিইএবি, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, সিএমএসএফ, আইসিবি এবং দেশের পুঁজিবাজারে কর্মরত ডিএসই ও সিএসইর টিআরটিসি হোল্ডার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স, ক্রেডিট রেটিং কোম্পানি, ফান্ড ম্যানাজার, সিকিউরিটিজ কাস্টোডিয়ান, মিউচুয়াল ফান্ড কাস্টোডিয়ান, ট্রাস্টি অব অল্টারনেটিভ ফান্ড ও ট্রাস্টি অব ডিবেট সিকিউরিটিজের প্রতিনিধিরা অংশ নেন।

ইউএস এসইসির ঝুঁকি বিশেষজ্ঞ নীতীশ বাহাদুর ও সহযোগী পরিচালক পল গুমাগে উক্ত সেশন পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন। এ সময় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ও এর নিয়ন্ত্রক সংস্থা ইউএসর কর্মপদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। বাংলোদেশের পুঁজিবাজারের মধ্যস্থতাকারীসহ বিভিন্ন অংশীজনের ভূমিকা কী হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের পরিপ্রেক্ষিতে অংশীজনরা কী ভূমিকা রাখছেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরও ভালো করবে বলে আশা ব্যক্ত করেন আলোচকরা।

গত ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ডিএসই কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগে কর্মশালা হয়। 

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট শ্যারন কেলি, ইউএস এসইসির সহযোগী পরিচালক পল গুমাগে।

চার দিনব্যাপী কর্মশালায় ইউএস এসইসির ঝুঁকিবিষয়ক বিশেষজ্ঞ নীতীশ বাহাদুর, সহযোগী পরিচালক পল গুমাগে, ব্র্যাঞ্চ প্রধান টম সুইয়ার্স, সিনিয়র স্পেশাল কাউন্সেলর সেলেস্ট এম মারফি পুঁজিবাজারে বিদ্যমান আইন-কানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়