চলছে আয়কর সেবা মাস, কর অঞ্চলে যেসব সেবা পাওয়া যাবে
চলছে নভেম্বর মাস। পুরো মাসজুড়ে করদাতারা দিতে পারবে আয়কর রিটার্ন। আর নভেম্বরের শুরু থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সারা দেশের কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে করদাতাদের সব ধরনের সেবা দিচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করদাতাদের জন্য সারা দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল অফিস চলাকালীন কর সেবা দিচ্ছে।
কর অঞ্চলগুলোতে যেসব তথ্য পাওয়া যাবে
কর অঞ্চল ও সার্কেলগুলোতে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। কর অঞ্চল ও সার্কেল গুলোতে রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক থাকবে। রিটার্ন দাখিলকারী করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। অনলাইনে কীভাবে রিটার্ন দাখিল করা যায়-সে বিষয়টি হাতে কলমে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে কর সার্টিফিকেট নেওয়ার জন্য অফিসে যেতে হবে না। সব সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয় ও অফিসার্স ক্লাবের সদস্যদের জন্য অফিসার্স ক্লাবে রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহ কর তথ্য সেবা দেওয়া হবে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আলোচনার ভিত্তিতে নভেম্বর মাসে ২ দিন করদাতাদের রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা দেওয়া হবে। সব কর অঞ্চলের কমিশনার তাদের নিজ নিজ কর অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, আগে নভেম্বর মাসে করমেলা হতো। করদাতারা করমেলায় উৎসবমুখর পরিবেশে রিটার্ন দিতো। করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে করমেলা বন্ধ রয়েছে। তবে কর অঞ্চল ও সার্কেলগুলোতে বুথ বসিয়ে করদাতাদের সেবা দিয়েছে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।
/এনএফ/এসবি/