ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

শেয়ারদর বাড়ার কারণ জানায়নি হামি ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৩ নভেম্বর ২০২৪  
শেয়ারদর বাড়ার কারণ জানায়নি হামি ইন্ডাস্ট্রিজ

সাম্প্রতিক সময়ে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরে (পূর্বের নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ) শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। কী কারণ দাম বাড়ছে, সে বিষয়ে জানতে চিঠি দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তবে কোম্পানিটি ডিএসইর চিঠির জবাব দেয়নি।

রোববার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, শেয়ার দর অস্বাভাবিক কমার কারণ জানতে চেয়ে গত ৩১ অক্টোবর কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

ডিএসই জানিয়েছে, শেয়ারের দাম এবং পরিমাণের অস্বাভাবিক বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে ইমেইল এবং হার্ড কপির মাধ্যমে গত ৩১ অক্টোবর হামি ইন্ডাস্ট্রিজ পিএলসিতে চিঠি পাঠানো হয়। তবে কোম্পানিটি ওই চিঠির কোনো উত্তর দেয়নি।

আরো পড়ুন:

প্রসঙ্গত, হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ২৭ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৫১.৭০ টাকায়। আর ৩১ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৭৩.১০ টাকায়। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ায় অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়