ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

কোহিনূর কেমিক্যালে কোম্পানি সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৫ নভেম্বর ২০২৪  
কোহিনূর কেমিক্যালে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যাল লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী মো. কামরুজ্জামানকে কোম্পানির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন:

কোহিনূর কেমিক্যাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৮ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৭৩৯টি। এর মধ্যে সর্বশেষ ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০.৫৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়