ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

পাঁচ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৫ নভেম্বর ২০২৪  
পাঁচ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এসব চিনি কেনা হবে। প্রতি কেজি ১২০.৯০ টাকা হিসেবে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৬০ কোটি ৪৫ লাখ টাকা। দেশীয় প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব চিনি সরবরাহ করবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিসিবির ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন চিনি কেনার লক্ষ্য রয়েছে। সমগ্র বাংলাদেশে (সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি স্থানীয়ভাবে ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয়ভাবে ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণ করে গত ৬ অক্টোবর উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহ্বান করা হয়। পিপিআর-২০০৮ এর বিধি ৬১(৫) অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহ, কার্যসম্পাদন বা ভৌত সেবার জন্য বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও দাখিলের জন্য ন্যূনতম ২৮ দিন সময় ধার্য থাকলেও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সময়সীমা ১৪ দিন অনুমোদন করে। এর পরিপ্রেক্ষিতে দরপত্র দাখিলের সর্বশেষ তারিখ ২১ অক্টোবর এবং দরপত্রের বৈধতার মেয়াদ ২৯ নভেম্বর তারিখ পর্যন্ত ছিল।

এর আগে গত ১২ আগস্ট তারিখে উন্মুক্ত দরপত্রের বিপরীতে চিনির কোনো দরপত্র পাওয়া যায়নি। গত ২ সেপ্টেম্বর উন্মুক্ত দরপত্রে চিনির সর্বনিম্ন দরদাতা নন-রেসপনসিভ বিবেচিত হওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটি তা বাতিল করে। তৃতীয় বার দরপত্র আহ্বানের পর দরপত্র উন্মুক্তকরণ কমিটি ২১ অক্টোবর দরপত্র উন্মুক্ত করলে ১টি দরপত্র পাওয়া যায়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী প্রতি কেজি চিনির দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১২৩.৮৭ টাকা।

সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটির সভা ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক রেসপনসিভ সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড টিসিবির গুদামগুলোতে পরিবহন খরচসহ প্রতি কেজি চিনির দাম ১২০.৯০ টাকা উল্লেখ করে। সে হিসেবে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৬০ কোটি ৪৫ হাজার টাকা। ৫০ কেজির বস্তায় সংস্থাটি ৫ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করবে বলে দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করে। প্রতি কেজি চিনির দাপ্তরিক মূল্য ১২৩.৮৭ টাকা হিসেবে রেসপন্সিভ দরদাতা ১২০.৯০ টাকা দর উল্লেখ করায় দাপ্তরিক মূল্যও চেয়ে ২.৯৭ টাকা কমে এসব চিনি পাওয়া যাবে বলে মূল্যায়ন কমিটি মতামত দিয়েছে।

সূত্র জানায়, রেসপনসিভ দর প্রতি কেজিতে অগ্রিম আয়কর, প্রযোজ্য মূসক ও টিসিবির গুদামগুলোতে পরিবহন খরচসহ ১২০.৯০ টাকা থেকে ১ শতাংশ অগ্রিম আয়কর বাবদ ১.২০৯ টাকা ও পরিবহন খরচ ২ টাকা বাদ ১৭.৬৯১ টাকা। উল্লেখ্য, টিসিবির বাজার তথ্য অনুযায়ী ২২ অক্টোবর স্থানীয় বাজারে চিনির প্রতি কেজির গড় খুচরা মূল্য ১৩১.৫০ টাকা ছিল। আলোচ্য দর বর্তমান স্থানীয় খুচরা বাজার মূল্য থেকে প্রতি কেজিতে (১৩১.৫০-১২০.৯০) ১০.৬০ টাকা কম।

টিসিবি সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

হাসনাত/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়