ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৬ নভেম্বর ২০২৪  
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। কোম্পানির পরিচালন পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিচালক হাফিজুর রহমানকে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। সেহিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি। এর মধ্যে সর্বশেষ ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৬৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.২৭ শতাংশ শেয়ার রয়েছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়