ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

৫ হাজার মেট্রিক টন চিনি কেনার অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৬ নভেম্বর ২০২৪  
৫ হাজার মেট্রিক টন চিনি কেনার অনুমোদন

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এসব চিনি কেনা হচ্ছে। প্রতি কেজি চিনি ১২০.৯০ টাকা দরে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৬০ কোটি ৪৫ লাখ টাকা। দেশীয় প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব চিনি সরবরাহ করবে।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিসিবির ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন চিনি কেনার লক্ষ্যমাত্রা আছে। সমগ্র বাংলাদেশে (সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫ হাজার মেট্রিক টন চিনি কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তৃতীয় বার দরপত্র আহ্বান করা হলে মাত্র একটি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবটি আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন চিনি প্রতি কেজি ১২০.৯০ টাকা দরে ৬০ কোটি ৪৫ লাখ টাকায় কেনার প্রত্যাশামূলক অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

হাসনাত/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়