ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঋণ বিষয়ে স্লোগান সম্বলিত পোষ্টার ব্যাংকের শাখার সামনে স্থাপনের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৩০, ৭ নভেম্বর ২০২৪
ঋণ বিষয়ে স্লোগান সম্বলিত পোষ্টার ব্যাংকের শাখার সামনে স্থাপনের নির্দেশ

‘ঋণ এখন জামানতবিহীন, দিন বদলের সুযোগ নিন’-এই স্লোগান সম্বলিত পোস্টার সারাদেশে ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের সামনে স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, ধনী-দরিদ্র ও আঞ্চলিক বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়নসহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই), কৃষি এবং আর্থিক অন্তর্ভুক্তি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে, এই খাতগুলোর প্রান্তিক জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের ক্ষেত্রে জামানত প্রদানের বাধ্যবাধকতাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে গণ্য করা হয়।এমন পরিপেক্ষিতে দেশের সিএমএসএমই, কৃষি ও আর্থিক অন্তর্ভুক্তি খাতের উদ্যোক্তাদের জামানত ছাড়া অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি সুবিধা দিয়েছে।

আরো পড়ুন:

ক্রেডিট গ্যারান্টি স্কিম বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা সম্পর্কে প্রান্তিক উদ্যোক্তাসহ সব স্টেকহোল্ডার অবহিত হলে সিএমএসএমই খাতে ও প্রান্তিক পর্যায়ে অর্থায়ন বৃদ্ধি পাবে এবং আগ্রহী উদ্যোক্তারা ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণ করে ব্যবসায় উদ্যোগ গ্রহণে সক্ষম হবেন।ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এমন পরিপেক্ষিতে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করতে একটি রঙিন পোস্টার প্রিন্ট করে অথবা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের সাথে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে সহজে দেখা যায়-এমন স্থানে আগামী দুই মাসের মধ্যে স্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

/এনএফ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়