‘পিএমও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলো ওয়ালটন এসি
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
‘পিএমও অব দ্য ইয়ার’ এর চ্যাম্পিয়নের পুরস্কার গ্রহণ করছেন ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তারা
বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এর চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটনের কমার্শিয়াল এয়ার কন্ডিশনার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ চ্যাপ্টার ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)’ এই পুরস্কার প্রদানের আয়োজন করে। এতে মর্যাদাপূর্ণ ‘পিএমও অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের পুরস্কার জেতে ওয়ালটন। দেশের প্রকল্প ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব প্রমাণে উল্লেখযোগ্য স্বীকৃতি এই পুরস্কার।
শনিবার (৯ নভেম্বর, ২০২৪) ঢাকার হোটেল রেডিসন ব্লু’র গ্র্যান্ড বলরুমে আয়োজিত প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম-২০২৪ অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করা হয়। ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন এসি প্রোডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) সন্দ্বীপ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, কমার্সিয়াল এসি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান বেপারী, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের চিফ সার্ভিস অফিসার শিবদাস রায় এবং ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান। পুরস্কার হিসেবে স্মরণিকা ও সনদপত্র গ্রহণ করেন তারা।
অনুষ্ঠানে পিএমআই এর ম্যানেজিং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অমিত গোয়েলসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুরস্কারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ালটন এসির ডিসিবিও সন্দ্বীপ বিশ্বাস জানান, এই স্বীকৃতি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনায় ওয়ালটনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশে ভিআরএফ এবং চিলার এসি উৎপাদনে ওয়ালটন অগ্রদূত। ওয়ালটনের হাত ধরেই বিশ্বে ভিআরএফ এসি উৎপাদকারী নবম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের। এই চ্যাম্পিয়ন পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। পিএমআই বাংলাদেশের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করে আমরা আনন্দিত। প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজে আমাদের আরও উৎসাহ যোগাবে এই পুরস্কার।
উল্লেখ্য, বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দেশের অভ্যন্তরে প্রকল্প ব্যবস্থাপনায় ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানের অর্জনসমূহকে সম্মাননা ও উৎসাহ প্রদান করা। প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজমেন্ট পদ্ধতি সুচারুকরণ, ব্যতিক্রমী নেতৃত্ব ও ডেডিকেশন, কার্য সম্পাদনের সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানে এর ভূমিকা এবং সার্বিক প্রজেক্ট ম্যানজমেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেল ওয়ালটনের কমার্শিয়াল এসি বিভাগ।
ঢাকা/ইভা