ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

নয় কোম্পানির পরিচালকদের অর্থদণ্ডের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১০ নভেম্বর ২০২৪  
নয় কোম্পানির পরিচালকদের অর্থদণ্ডের হুঁশিয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের অর্থ দণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। দণ্ড হিসেবে কোম্পানিগুলোর পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) নিজস্ব তহবিল থেকে শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের অর্থ পরিশোধ করতে হবে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১০ নভেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:

কোম্পানিগুলো হলো-সাফকো স্পিনিং মিলস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড, কৃষিবিদ ফিড লিমিটেড, কৃষিবিদ সিড লিমিটেড বিডি পেইন্টস লিমিটেড এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত লভ্যাংশ বিধি অনুযায়ী বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২ লাখ ৩৫ হাজার টাকা, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিজন পরিচালককে ৪৭ লাখ টাকা, মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালকদের মাথাপিছু ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা,কৃষিবিদ সিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, বিডি পেইন্টস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের প্রতি পরিচালককে ১ লাখ ৯১ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়