বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটি পুনর্গঠন
বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার ব্যাংকেটির পরিচালনা পর্ষদ সভায় অডিট কমিটি পুনর্গঠনের বিষয়টি অনুমোদন হয়।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। পর্ষদ সভার কেন্দ্রীয় ব্যাংকের অডিট কমিটি পুনর্গঠন করা হয়েছে। অডিট কমিটিতে নজরুল হুদার পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল আহমেদ তিতুমীরকে যুক্ত করা হয়। এছাড়া পুনর্গঠিত অডিট কমিটির সদস্যরা হলেন-ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
মুখপাত্র আরও জানান, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ সভায় টাস্ক ফোর্সের কার্যপরিধি অনুমোদন দেওয়া হয়েছে, বেক্সিমকো গ্রুপের রিট পিটেশনের বিষয়টি পর্ষদকে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন যাচাই রিকভারি সংস্থা নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে এবং নগদে ফরেনসিক অডিট করার বিষয়টি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
/এনএফ/এসবি/