ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজের চতুর্থ ‘ডিজিটাল’ বুথ উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:১৯, ১২ নভেম্বর ২০২৪
সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজের চতুর্থ ‘ডিজিটাল’ বুথ উদ্বোধন

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চতুর্থ ‘ডিজিটাল বুথ’ উদ্বোধনী করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর পরিচালক মনির উদ্দিন আহমদ।

রোববার (১০ নভেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্টায় আরএন টাওয়ারের ষষ্ঠ তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়।

সোমবার (১১ নভেম্বর) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, ‘ডিজিটাল বুথ’র কর্মকর্তা আরাফাত বিন হোসেন। উদ্বোধনী আলোচনার পর প্রধান অতিথি পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে বর্ণিল সাজে সজ্জিত ‘ডিজিটাল বুথ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে প্রবীণ শিক্ষানুরাগী এবং পূবালী ব্যাংক পিএলসি এর পরিচালক মনির উদ্দিন আহমদ বলেছেন, পূবালী ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা প্রমাণ করে দিয়েছে তাদের পক্ষে সব কিছু করা সম্ভব। ব্যাংকিং খাতে এতো নেতিবাচক সংবাদের ভিড়ে পূবালী ব্যাংক পিএলসি নিজের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

মানি মার্কেটে ব্যাংকের ঈর্ষনীয় সাফল্যের ধারাবাহিকতা ক্যাপিটাল মার্কেটেও অব্যহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ সিলেটের গ্রাহকবৃন্দকে এই ডিজিটাল বুথের সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, দেশব্যাপী পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড বিগত প্রায় ১৯ বছর ধরে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে। সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৪র্থ ডিজিটাল বুথেও এর ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা বলেন, অন্যান্য বুথের ন্যায় সিলেটের বুথেও থাকবে নূন্যতম খরচে বিও হিসাব পরিচালনার সুযোগ। এছাড়া, মোবাইল আ্যপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ‘স্ট্যান্ডিং ইন্সট্রাকশন’ পরিপালন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধা পাবেন এখানকার গ্রাহকরা।

ব্যাংকটির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসি, সিলেট মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জহির উদ্দনি আহমদ, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মুশাহিদ উল্লাহ, ব্যবসায়ী মো. আবুল কালাম, মো. ফয়সল আহমদ, এহেতেশাম আহমদ চৌধুরী, সিলেটে নব প্রতিষ্ঠিত ‘ডিজিটাল বুথ’র ইনচার্জ মো. শহিদুল হক।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়