ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

১৭৫ কোটি টাকায় আমদানি হবে ৫০ হাজার মেট্রিক টন গম 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৩ নভেম্বর ২০২৪  
১৭৫ কোটি টাকায় আমদানি হবে ৫০ হাজার মেট্রিক টন গম 

ফাইল ফটো

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে ব্যয় হবে ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে চারটি দরপত্র জমা পড়ে। চারটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স অ্যাস্টন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল এসএ এসব গম সরবরাহ করবে। 

প্রতি মেট্রিক টন গমের দাম ২৯২.১৪ মার্কিন ডলার হিসেবে এতে মোট ব্যয় হবে ১ কোটি ৪৬ লাখ ৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি গমের দাম হবে ৩৫.০৫৬৮ টাকা। 

বাংলাদেশে গত ৩১ অক্টোবর গমের মজুদ ছিল ৪.৪৯ লাখ মেট্রিক টন। ২০২৪-২০২৫ অর্থবছরে ৮.৯০ লাখ মেট্রিক টন গম প্রয়োজন হবে। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে ৭ লাখ মেট্রিক টন গম আমদানির বরাদ্দ রাখা হয়েছে।

ঢাকা/হাসনাত/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়