সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ কোম্পানি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১৬ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৮.৬৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৩০.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৬৯.১০ টাকা। এর ফলে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্রিমিয়ার সিমেন্টের ১৬.৪৮ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ১৪.২৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩.৯৬ শতাংশ, এমবি ফার্মার ১৩.২৩ শতাংশ, মনোস্পুলের ১২.০৫ শতাংশ, নিউ লাইনের ১১.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডে ১১.৩৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১০.৯১ শতাংশ ও বারাকা পতেঙ্গা পাওয়ারের ১০.৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/তানিম/সাইফ