‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সোনালী আঁশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
তথ্য মতে, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ এবং ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার হয়েছে কোম্পানিটি।
সোমবার (১৮ অক্টোবর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এর আগে বুধবার (২ অক্টোবর) ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ না করায় সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
ঢাকা/এনটি/রাসেল