ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৪
পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ নভেম্বর) সূচকের পতনে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১১.৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩.৮৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৩টি কোম্পানির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে মোট ৫৫১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪২.৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮১৬ পয়েন্টে, শরিয়া সূচক ৬.৩৮ পয়েন্ট কমে ৯৪৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.৫৪ পয়েন্ট কমে ১২ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়