ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

দুটি প্রস্তাব অনুমোদন

প্রাথমিকের ৫ কোটি ৩২ লাখ বইয়ে ব্যয় হবে ২৭৬ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২১ নভেম্বর ২০২৪  
প্রাথমিকের ৫ কোটি ৩২ লাখ বইয়ে ব্যয় হবে ২৭৬ কোটি টাকা

আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের (১ম থেকে ৫ম শ্রেণি) শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পৃথক দু’টি প্রস্তাবের মাধ্যমে ৫ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি বই সংগ্রহ করা হবে। এ সংক্রান্ত দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। 

১ম, ২য় ও ৩য় শ্রেণির জন্য ২৭টি লটে ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৩৬০টি বই ছাপাতে ব্যয় হবে ৬৫ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৫৭ টাকা এবং ২০টি প্যাকেজে ৯৫টি লটে ৪ কোটি ৩ লাখ ৬১ হাজার ৪০০টি বই ছাপাতে ব্যয় হবে ২১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৫৩৩ টাকা। 

বৃহস্পতিবার (২১নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫ শিক্ষাবষের্র জন্য প্রাথমিক স্তরের (১ম, ২য় ও ৩য় শ্রেণির) পুনঃদরপত্র আহ্বানকৃত ২৭টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ২৮টি লটের জন্য অভ্যন্তরীণ পুনঃদরপত্র আহ্বান করা হলে ৪৬টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৪৩টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ২৮টি লটের বিপরীতে ২৭টি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৫ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৫৭ টাকায়  ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৩৬০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতিটি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ৫০.৫২ টাকা। লটের সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ক্রয়ের সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত দর সর্বমোট প্রাক্কলিত দর থেকে ১৮.৬৫ শতাংশ বেশি। ১টি লটের বিপরীতে যোগ্য কোন দরদাতা প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

সভায় ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (৪র্থ ও ৫ম শ্রেণির) ২০টি প্যাকেজে ৯৫টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্খিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৫ শিক্ষাবর্ষের  জন্য প্রাথমিক স্তরের (৪র্থ ও ৫ম শ্রেণির) ২০টি প্যাকেজে ৯৮টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অভ্যন্তরীণ ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৯৬টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ১৭৯টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ৯৮টি লটের বিপরীতে ৯৫টি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ২১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৫৩৩ টাকায় ৪ কোটি ৩ লাখ ৬১ হাজার ৪০০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ৫২.৩৯ টাকা। সুপারিশকৃত দর সর্বমোট প্রাক্কলিত দর থেকে ১৪.১৩ শতাংশ বেশি।

ঢাকা/হাসনাত/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়