ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ইলেকট্রিক গাড়ির নিরবচ্ছিন্ন চার্জিং সল্যুশনে চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২২ নভেম্বর ২০২৪  
ইলেকট্রিক গাড়ির নিরবচ্ছিন্ন চার্জিং সল্যুশনে চুক্তি

বৃহস্পতিবার র‍্যানকন মোটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের এমডি চুক্তিতে সই করেন

র‍্যানকন মোটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর ফলে মার্সেডিজ-বেঞ্জের ইলেকট্রিক গাড়ির নিরবচ্ছিন্ন চার্জিং সল্যুশন পাওয়া যাবে।

র‍্যানকন মোটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদওয়ানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের এমডি তানভির শাহারিয়ার উৎস বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন এখন থেকে মার্সেডিজ-বেঞ্জের ইলেকট্রিক গাড়ির চার্জিং সল্যুশন রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের অধীনে দেশজুড়ে ২০টি এসি চার্জার আছে, যার মাধ্যমে যে কোনো মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়া যায়। ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে আরও ১০টি দ্রুত গতির ডিসি চার্জার সংযুক্ত করা হবে।

টেকসই পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনকে ব্যাপকভাবে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি হিসেবে গণ্য করা হয়। এর পাশাপাশি কম আমদানি শুল্ক এবং কম জ্বালানি খরচের কারণে বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ বাড়ছে গ্রাহকদের।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়