ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

পুঁজিবাজার: পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:০১, ২৪ নভেম্বর ২০২৪
পুঁজিবাজার: পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ নভেম্বর) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ২.১২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১০টি কোম্পানির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।

এদিন ডিএসইতে মোট ৩০২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১০১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৭৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫.১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে, শরিয়া সূচক ৩.৯০ পয়েন্ট কমে ৯২৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৫৯.৫৬ পয়েন্ট কমে ১১ হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৮টি কোম্পানির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়