ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

পাঁচ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৩, ২৫ নভেম্বর ২০২৪
পাঁচ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে বেশ সাড়া পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার পর্যন্ত অনলাইনে আয়কর বা ই-রিটার্ন দাখিল করেছেন পাঁচ লাখ করদাতা। যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।

সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর থেকে জানানো হয়, গত রোববার অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। গত বছরের ঠিক একই সময়ে এ সংখ্যা ছিল ২ লাখ ১৭ হাজার ৪৭১টি। সেই হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে এবার বেশি রিটার্ন দাখিল করেছেন ২ লাখ ৮২ হাজার ৫২৯ জন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২৯ শতাংশ। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১২ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

আরো পড়ুন:

এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারেন। এছাড়া রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট বা ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এই বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের এর মাধ্যমে সব সময় সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে সব তফশিলি ব্যাংক ও মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধি, আয়কর আইনজীবী এবং প্রশিক্ষণপ্রার্থী করদাতাসহ প্রায় ২৪০০ জনকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেজন্য এনবিআর করদাতাদের মসৃনভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলাবিহীন সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানাচ্ছে।

ঢাকা/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়