ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

পুঁজিবাজারে সূচকে বড় উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৮, ২৭ নভেম্বর ২০২৪
পুঁজিবাজারে সূচকে বড় উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ নভেম্বর) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছ।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১৮.০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২৯টি কোম্পানির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

এদিন ডিএসইতে মোট ৪১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮১৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৩১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে, শরিয়া সূচক ১২.৪২ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৫.১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৪টি কোম্পানির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়