ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলন: আমানতকারীদের সুরক্ষা দিতে সব ব্যবস্থা করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:০৪, ২৮ নভেম্বর ২০২৪
ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলন: আমানতকারীদের সুরক্ষা দিতে সব ব্যবস্থা করা হবে

ন‌্যাশনাল ব‌্যাং‌কের টাকা যারা লুট ক‌রে‌ছে তাদের অনেকে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অনেকে বিদেশে টাকা পাচার করেছে। ন‌্যাশনাল ব‌্যাং‌কের টাকায় রাজধানীর গুলশা‌নের মত জায়গায় হাজার কো‌টি টাকার সম্পদের সন্ধান পে‌য়ে‌ছি। তারা ব‌্যাং‌কের টাকা ফেরত না দি‌লে একটি প্রক্রিয়ার মাধ‌্যমে এসব সম্পদ বি‌ক্রি ক‌রে অর্থ আদায় কর‌া হ‌বে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার পর  খেলা‌পি ঋণ আদায়ে জোর দেওয়া হয়েছে। বাংলা‌দেশ ব‌্যাংকও তারল‌্য সহায়তা দি‌চ্ছে। সবকিছু ঠিক থাক‌লে আগামী তিন মা‌সের ম‌ধ্যে সব ঠিক হ‌য়ে যা‌বে। আমানতকারীদের সুরক্ষা দিতে সব ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, পরিচালক জাকারিয়া তাহের, স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, মো. আব্দুস সাত্তার সরকার, ড. মেলিতা মেহজাবিন, মো. জুলকার নায়েন উপস্থিত ছিলেন।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, সাম্প্রতিককালে ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতি চরম মন্দা ও তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যার মধ্যে ন্যাশনাল ব্যাংকও রয়েছে।এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে অনিয়ম করে অনেক টাকা বের করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকের অনেক বড় ক্ষতি হয়েছে। তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে গ্রাহক এবং আমানতকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ব্যাংকিং খাতের প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছি। এ বছরের অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক প্রায় ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৪০০ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, ন্যাশনাল ব্যাংকের বড় ধরনের আয় আসতো বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। ব্যাংকের অনিয়মের কারণে এই আয়ের ভাটা পড়েছে। আশা করছি এটিও ইতিবাচক ধারার ফিরবে।

উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ন‌্যাশনাল ব‌্যাং‌কের টাকা যারা লুট ক‌রে‌ছে আমরা তা‌দের চি‌হ্নিত করেছি। যেসব ব্যক্তিরা এই ব্যাংক করেছে তাদের অনেকের গুলশানের জায়গা হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছি। আমরা রিকভারিতে জোর দিয়েছি। যদি তারা অর্থ ফেরত না দেয় তাহলে তাদের সম্পদ বিক্রি করে ব্যাংকের অর্থ ফিরিয়ে আনব। এছাড়া যেসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে সেগুলো  বাংলাদেশ ব্যাংক ও  বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাক‌লে আগামী তিন মা‌সের ম‌ধ্যে সংকট কাটবে।

গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করে দেয় । 

ঢাকা/এনএফ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়