দশমিনায় মার্সেল ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শমিনায় মার্সেল ফুটবল লীগের ফাইনাল খেলা দর্শকদের একাংশ
‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস’-এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দশমিনায় মার্সেল ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়রা অংশ নেন।
খেলা শুরুর আগেই বিপুলসংখ্যাক দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে খেলার মাঠ। মার্সেলের আয়োজনে এই ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত একাদশ বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত একাদশের মধ্যে ১-০ গোলে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত জয়লাভ করে। এ সময় বিজয়ীদের পুরষ্কার হিসেবে মার্সেলের পক্ষ থেকে ফ্রিজ প্রদান করা হয়।
এর আগে গত ১৩ নভেম্বর এ ফুটবল লিগ শুরু করা হয়। খেলায় ৬টি দল অংশ নেয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমীন খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, সাবেক সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, মার্সেলের হেড অফ বিজনেস ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মোহাম্মদ মতিউর রহমান, হেড অফ সেলস ডিস্ট্রিবিউশস নেটওয়ার্ক মো. শাহাবুল হক, রিজিনিয়াল সেলফ ম্যানেজার গাজী রাশেদুজ্জামান রাজু, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসাইন মৃধা ও দশমিনা মার্সেল কোম্পানির এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটার জায়েদুল ইসলাম জাইদ প্রমুখ।
ঢাকা/ইমরান/সাইফ