ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

৮৯৮ কোটি টাকা ব্যয়ে ভারত ও মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৪ ডিসেম্বর ২০২৪  
৮৯৮ কোটি টাকা ব্যয়ে ভারত ও মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা। এ সংক্রান্ত ২টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে জি টু জি পর্যায়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। মিয়ানমার রাইচ ফেডারেশন এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম ৫১৫ মার্কিন ডলার হিসাবে এই চাল আমদানিতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা।

সভায় অপর এক প্রস্তাবে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রে সর্বনিম্ন দরদাতা ভারতের মেসার্স মণ্ডল স্টোন প্রডাক্ট প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম ৪৬৭.৭০ ডলার হিসেবে এই চাল আমদানিতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা।

ঢাকা/হাসনাত/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়