কেনা হচ্ছে ৫০ জিপ, ব্যয় ৮৪ কোটি টাকা
প্রতীকী ছবি
উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ৫০টি জিপ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা। সে হিসেবে ৫০টি জিপ কিনতে মোট ব্যয় হবে ৮৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের পাঠানো এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সূত্র জানায়, উপদেষ্টা ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ৫০টি জিপ গাড়ি কেনার প্রস্তাব সম্মতি দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। চিঠিটি পর্যালোচনা শেষে অর্থ সচিব বিষয়টি অর্থ উপদেষ্টাকে অবহিত করেন। পরে অর্থ উপদেষ্টা যৌক্তিকতা বিবেচনা করে অনুমোদন দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, জনপ্রশাসনের কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে উপদেষ্টা ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য অর্থ বিভাগ থেকে প্রতিটি জিপের দাম এক কোটি উনসত্তর লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে ৫০টি নতুন জিপ কিনতে ৮৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের সম্মতি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অনুরোধ করা হয়। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি যানবাহন অধিদপ্তরাধীন সরকারি সড়ক পরিবহন শাখার মোটরযান ক্রয় খাতে বরাদ্দকৃত ৩৭৭ কোটি টাকা থেকে এ ব্যয় নির্বাহ করা হবে।
সূত্র জানায়, অর্থ বিভাগ থেকে ২০২৪ সালের ১৬ অক্টোবর এক চিঠির মাধ্যমে প্রস্তাবিত যানবাহনের মূল্য পুনঃনির্ধারণসহ গাড়ি ব্যবহারের প্রাধিকার নির্দিষ্ট করা হয়েছে। এ আদেশ অনুসারে প্রতিটি জিপের দাম এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং তা শুধু গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা/মন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের পদের গুরুত্ব বিবেচনায় অর্থ বিভাগের বর্ণিত স্মারকের মাধ্যমে নির্ধারিত মূল্য অনুযায়ী ৫০টি নতুন জিপ কিনতে ব্যয়ের সম্মতি চাওয়া হয়।
এ প্রেক্ষাপটে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি যানবাহন অধিদপ্তরাধীন সরকারি সড়ক পরিবহন খাতে বরাদ্দকৃত অর্থ থেকে ৫০টি নতুন জিপ গাড়ি কিনতে ৮৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের সম্মতির সুপারিশ করেন অর্থ সচিব।
প্রস্তাবটি অর্থ উপদেষ্টার অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তিনি তাতে অনুমোদন দিয়েছে বলে সূত্র জানিয়েছে।
এর আগে বিগত সরকারের শাসনামলে এবং চলতি বছর ২১ মে ৩৮১ কোটি টাকা ব্যয়ে ২৬১টি জিপ ক্রয়ের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, মোবাইল কোর্ট পরিচালনা, আইন শৃঙ্খলারক্ষাসহ সরকারি কাজের গতিশীলতা বজায় রাখার কথা উল্লেখ করে ২৬১টি নতুন জিপ কেনার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম ধরা হয় ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ ২৬১টি জিপ ক্রয়ে মোট ব্যয় হয় ৩৮১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।
২০২৩ সালের ১১ অক্টোবর তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় প্রস্তাবটি ফেরত পাঠায়। এ বিষয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে ওই সভার সার সংক্ষেপ পাঠানো হলে প্রধানমন্ত্রী এ বিষয়ে অনুশাসন প্রদান করেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় ও অর্থনৈতিক অধিশাখা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অবহিত করে ‘জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ব্যবহারের জন্য জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ২৬১টি জিপ গাড়ি ক্রয়ের জন্য পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২)-এ উল্লেখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের নীতিগত অনুমোদন প্রস্তাব’ শীর্ষক চিঠি দেওয়া হয়।
ঢাকা/হাসনাত/সাইফ