ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংকে নতুন সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৯ ডিসেম্বর ২০২৪  
মার্কেন্টাইল ব্যাংকে নতুন সচিব নিয়োগ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রেজাউল করিম। তার নিয়োগের বিষয়টি সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন হয়েছে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, মার্কেন্টাইল ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে এ কোম্পানির মোট শেয়ার ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৫টি। এর মধ্যে সর্বশেষ ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.৬৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৬.৩৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯.১৫ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়