ওয়ালটন বার্ষিক ফুটবল টুর্নামেন্ট: ফাইনাল ম্যাচ উদ্বোধন করলেন ব্যবস্থাপনা পরিচালক
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে চলছে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে চলছে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪। এর আওতায় ফুটবল টুর্নামেন্টে হচ্ছে জমজমাট লড়াই। সোমবার (৯ ডিসেম্বর, ২০২৪) সন্ধ্যায় শিরোপা জেতার লড়াইয়ে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে টিম দূরবীন-ফ্রিজ ও টিম মেটাল টাইটেন্স-শিট মেটাল। ফাইনালের জমজমাট লড়াই দেখতে মাঠে উপস্থিত হয়েছেন ওয়ালটন হেডকোয়ার্টার্সে কর্মরত কয়েক হাজার দর্শক।
সন্ধ্যায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের হেলিপ্যাড মাঠে বেলুন উড়িয়ে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সিবিও মো. সোহেল রানা প্রমুখ।
দীর্ঘসময় ধরে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, আশেপাশের অনেক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও খেলাধুলার মাধ্যমে আপনারা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শরীর এবং মন সতেজ থাকে। আপনারা বছরজুড়ে খেলাধুলা আয়োজন করবেন। যখন যে খেলাধুলার মৌসুম, তখন সে ধরণের খেলাধুলা আয়োজন করবেন। পাশাপাশি, আপনাদের জন্য দেয়া এই মাঠে নিয়মিত শরীরচর্চা করবেন। বছরজুড়ে আপনাদের খেলাধুলা উপভোগ করবো বলে সেই প্রত্যাশা রইলো।
গত ০৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে ওয়ালটন হাই-টেক পার্কের বিভিন্ন অপারেটিং বিভাগ ও ইউনিটে কর্মরতদের ৩২টি দলের অংশগ্রহণে শুরু হয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট- ২০২৪। প্রথম রাউন্ড, রাইন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল এবং সেমি-ফাইনাল পর্ব শেষ করে শিরোপা জেতার লড়াইয়ে নেমেছে টিম দূরবীন ও মেটাল টাইটেন্স। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং উভয় দলের সকল সদস্যের জন্য থাকবে বিশেষ পুরস্কার।
এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এএমডি ইউসুফ আলী। স্পোর্টস কমিটির সভাপতি হিসেবে আছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সোহেল রানা। স্পোর্টস কো-অর্ডিনেটর হিসেবে আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর মুজাহিদুল ইসলামসহ হাসিবুল ইসলাম ও আপের মাহমুদ। এছাড়া সহযোগিতায় রয়েছে অ্যাডমিন, সিকিউরিটি টিমসহ অন্যান্যরা।
ঢাকা/পলাশ/সাইফ