ঢাকা     বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১০ ডিসেম্বর ২০২৪  
আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড়

পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধের জন্য সভরেন গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (৯ ডিসেম্বর) এ ঋণ ছাড় করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের চারটি ব্যাংকের মাধ্যমে আইসিবিকে এসব টাকা দেবে। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা দেওয়া হবে।

৪ শতাংশ সুদে নেওয়া এ অর্থ ঋণ পরিশোধের পাশাপাশি পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদসহ ঋণ পরিশোধের জন্য ১৮ মাস সময় পাবে আইসিবি।

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পেতে গত ১৪ অক্টোবর রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে চিঠি দিয়েছিল আইসিবি। গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

বৈঠকে জানানো হয়, আইসিবি আবেদন করলে সরকারের গ্যারান্টি সাপেক্ষে ঋণ দিতে আপত্তি নেই বাংলাদেশ ব্যাংকের। শেয়ারবাজারে বিনিয়োগে আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকায় বৈঠক থেকে অর্থ বিভাগকে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে সারসংক্ষেপ উপস্থাপন করা হলে অর্থ উপদেষ্টা সম্মতি দেন। আইসিবিকে ঋণ দিলে প্রতিষ্ঠানটির ব্যর্থতায় সরকার ঋণ পরিশোধ করবে মর্মে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়।

ঢাকা/এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়