ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হচ্ছে, ব্যয় ৯৫ কোটি ৯৭ লাখ টাকা

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:২৬, ১০ ডিসেম্বর ২০২৪
১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হচ্ছে, ব্যয় ৯৫ কোটি ৯৭ লাখ টাকা

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে  ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ৯৫.৯৭ টাকা হিসেবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনায় ব্যয় হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২,৮৮,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই অংশ হিসেবে এই ডাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী দরপত্র আহ্বান করা হলে ৩ টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী প্রতি কেজি মসুর ডালের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১০৮.৯৯ টাকা।

দরপত্র মূল্যায়ন কমিটির সভা গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। মূল্যায়ন কমিটি প্রাপ্ত ৩টি দরপত্র  পর্যালোচনায় ৩টি রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা নাবিল নবা ফুডস লিমিটেড এর কাছ থেকে ৫০ কেজির বস্তায় অগ্রিম আয়কর এবং টিসিবির গুদামসমূহে পরিবহন খরচসহ প্রতি কেজি ৯৫.৯৭ টাকা দরে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল ৯৫ কোটি ৯৭ লাখ টাকা মূল্যে কেনার সুপারিশ করে।

সে হিসেবে দেখা যায় রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি কেজি মসুর ডালের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে (১০৮-৯৯-৯৫.১৭)= ১৩.০২ টাকা কম।

রেসপনসিভ সর্বনিম্ন দর প্রতি কেজি অগ্রিম আয়কর ও ও টিসিবির গুদামসমূহে পরিবহন খরচসহ ৯৫.৯৭ টাকা থেকে ১% অগ্রিম আয়কর বাবদ ০.৯৬ টাকা ও পরিবহন খরচ ২ টাকা বাদ দিয়ে প্রকৃত মূল্য দাঁড়ায় (৯৫.৯৭-০.৯৬-২)=৯৩,০১ টাকা।

টিসিবির বাজার তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর স্থানীয় বাজারে মাঝারি দানার মসুর ডালের প্রতি কেজির গড় খুচরা মূল্য ১১৫ টাকা। আলোচ্য দর বর্তমান স্থানীয় খুচরা বাজার মূল্য থেকে প্রতি কেজিতে (১১৫.০০-৯৫.৯৭)= ১৯,০৩ টাকা কম।

গত ১৮ নভেম্বর স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় প্রতি কেজি মসুর ডাল ৯৬.৬৯ টাকা দরে ক্রয় করা হয়েছে যা থেকে আলোচ্য দর প্রতি কেজিতে (৯৬.৬৯-৯৫.৯৭)= ০.৭২ টাকা কম। উক্ত মসুর ডাল ২০২৫ মার্চ মাসে গ্রহণ করা হবে। উক্ত সময়ে মজুত বিবেচনায় আলোচ্য মসুর ডাল ক্রয় করা প্রয়োজন।

সর্বশেষ গত ২৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের বিপরীতে দাপ্তরিক প্রাক্কলন কমিটি কর্তৃক নির্ধারিত প্রাক্কলিত মূল্য অনুযায়ী ভারত  উৎসের মসুর ডালের বাজার দর সিপিটি স্থলবন্দর পর্যন্ত ৯৯৬.০৫১ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন বা ১১৯.৫২৬ টাকা প্রতি কেজি। যা টিসিবির গুদাম পর্যন্ত সিপিটি মূল্য, পিএসআই ফি, পিএসআই ফি এর ওপর ভ্যাট, ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, সিএন্ডএফ এজেন্ট কমিশন ও কাষ্টম ডিউস এবং পরিবহন খরচ ইত্যাদিসহ সম্ভাব্য খরচ দাঁড়ায় প্রায় ১২৫.১৮ টাকা/কেজি (২৬-১১-২০২৪ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ১ মার্কিন ডলার=১২০টাকা ধরে)।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী ক্রয়কালীন (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ভারত উৎসের মসুর ডালের দর সিপিটি স্থলবন্দর পর্যন্ত (৯৬০.০৪+২৫)=৯৮৫.০৪ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন বা ১১৮.২০৪ টাকা প্রতি কেজি। এক মাস আগের দর (৯৪৮.০৪+২৫)= ৯৭৩,০৪ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন বা ১১৬.৭৬৪ টাকা প্রতি কেজি।

সূত্র জানায়, সার্বিক অবস্থা বিবেচনা করে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব বুধবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থাপন করা হবে।

ঢাকা/হাসনাত/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়