ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

তেল, সার ও বই কেনার ৯ প্রস্তাবে অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১১ ডিসেম্বর ২০২৪  
তেল, সার ও বই কেনার ৯ প্রস্তাবে অনুমোদন

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এজেন্ডার বাইরেও নয়টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ১৩ লাখ মেট্রিক টন জ্বালানি তেল ও রাসায়নিক সার কেনা এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই ছাপানোর প্রস্তাব।

বুধবার (১১ ডিসেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়।

সভায় টেবিলে উপস্থাপিত আবুধাবি থেকে ২০২৫ সালের জন্য ৬ লাখ মেট্রিক টন মারবার গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ২০৮ কোটি টাকা।

২০২৫ সালের জন্য সৌদি আরব থেকে ৭ লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬ হাজার ২৫ কোটি টাকা।

টেবিলে উত্থাপিত ২০২৫ সালের জানয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্যাকেজ এ-তে ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড; প্যাকেজ বি, সি ও ই-তে ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড এবং প্যাকেজ ডি-তে ওকিউ ট্রেডিং লিমিটেড, দুবাই এসব জ্বালানি তেল সরবরাহ করবে। 

সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৫ লটে ৫০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ২৮৯.৭৫ মার্কিন ডলার হিসেবে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ টাকা।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ৫৮৪.৭৫ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ২৮০ কোটি ৬৮ লাখ টাকা।

মরক্কো থেকে ১১তম (ঐচ্ছিক-১ম) লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫ কোটি ৪৬ লাখ টাকা।

২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি ও কারিগরি নবম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫২৫ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৪৭৫ টাকা। ২১টি দরপত্রের বিপরীতে ৬ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫৪০টি বই ছাপা হবে।

সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক বাংলা ভার্সন দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ৩৬টি দরপত্রের বিপরীতে মোট ১ কোটি ১০ হাজার ৯৮১টি বই ছাপা হবে। এতে ব্যয় হবে ৮৯ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৭৯ টাকা।

২০২৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ি চতুর্থ ও পঞ্চম, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) দশম শ্রেণি, দাখিল দশম শ্রেণি ও কারিগরি দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ১৭৩ টাকা।

ঢাকা/হাসনাত/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়