ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

সামিট অ্যালায়েন্সের এজিএমের সময় ও স্থান পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১১ ডিসেম্বর ২০২৪  
সামিট অ্যালায়েন্সের এজিএমের সময় ও স্থান পরিবর্তন

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও স্থান পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তাদের ২০তম এজিএমের তারিখ এবং সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির এমজিএম আগামী ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে হবে।

এর আগে ৩০ ডিসেম্বর সকাল ১১টায় এমজিএম করার ঘোষণা দিয়েছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ঢাকা/এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়