পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকে উত্থান
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ ডিসেম্বর) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টানা ৫ কার্যদিবস পর সূচক উত্থানে ফিরেছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১২.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩২টি কোম্পানির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির।
এদিন ডিএসইতে মোট ৩০৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮৭.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৮৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৯.৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩৩ পয়েন্টে, শরিয়া সূচক ৬.১১ পয়েন্ট বেড়ে ৯৩১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০৯.০৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।
দিন শেষে সিএসইতে ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/এসবি/