ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

‘দুই কোম্পানির উৎপাদন বন্ধের খবর সঠিক নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৫ ডিসেম্বর ২০২৪  
‘দুই কোম্পানির উৎপাদন বন্ধের খবর সঠিক নয়’

পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড ও লিবরা ইনফিউশন লিমিটেডের কারখানা বন্ধ রয়েছে বলে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরটি সঠিক নয় বলে জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।

রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির কারখানা ৫/৬ বছর ধরে বন্ধ রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে ফেসবুকে কোম্পানির উৎপাদন বন্ধের যে খবর ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। কোম্পানির কারখানা কখনো বন্ধ হয়নি। তবে রপ্তানি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ট্রলিং সিস্টেমে গ্রুপের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে উৎপাদন কার্যক্রম চলছে। যা সরেজমিনে পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানির কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়ে। সরকার বিদ্যুৎ ও গ্যাসের লাইন বন্ধ করে দেওয়ায় এমনটি হয়েছে বলে খবর ছড়ায়। তবে গ্যাস ও বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধের খবরটি সঠিক নয়। এটা বিভ্রান্তিকর। তবে চলতি মূলধনের অভাবে উৎপাদন নিম্নমুখী রয়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়