ভ্যাট আইনের খুঁটিনাটি নিয়ে রাজধানীতে সেমিনার
আদর্শ মূসক আইনে ব্যবসা পর্যায়ে ভ্যাট দেওয়া লাভজনক এবং সে অনুসারে কোন স্তরে কতটুকু ভ্যাট ও সে ভ্যাট দেওয়ার নিয়মসহ বিভিন্ন খুঁটিনাটি সর্ম্পকে জানাতে রাজধানীতে সেমিনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভ্যাট আইন ব্যবস্যবান্ধব করতে করণীয় এতে তুলে ধরবে আয়োজক প্রতিষ্ঠান দ্য রিয়েল কনসাল্টেশন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোমবার বিজয় দিবসে দুপুরে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে পরামর্শ তুলে ধরবেন ভ্যাটবন্ধু হিসেবে খ্যাত দ্য রিয়াল কনসালটেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরামর্শক আলিমুজ্জামান।
আলিমুজ্জামান ব্যবসায়ীদের ভ্যাট ভীতি দূর করতে এবং তাদেরকে দক্ষতার সঙ্গে ভ্যাট দেওয়ার ওপর প্রশিক্ষণ দিয়ে আসছেন।
দেশের অনলাইন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার নানা ধরনের কর রেয়াত দিচ্ছে। আমরা দেখেছি অনেক অনলাইন উদ্যোক্তেই না জানার কারণে অতিরিক্ত ভ্যাট দিচ্ছেন। ফলে তাদের পণ্যের দামও বেড়ে যাচ্ছে। দক্ষতার সঙ্গে ভ্যাট দিলে পণ্যের দাম ৫ থেকে ৭ শতাংশ কমানো সম্ভব। এসব বিষয়ে সেমিনারে আলোচনা করা হবে।
সেমিনারে ব্যবসা সুরক্ষায় মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং টার্নওভার করসহ এ সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হবে। এর মধ্যে থাকবে-এ টি তামাদি বাতিল করণ। ফিল্ড লেভেলে আইনের জটিলতা স্পষ্ট করা। কম্পলস্যান্স ও ভ্যাট আদায়ের পরিধি বাড়ানো জন্য সহযোগিতা করা। ভ্যাট অন ভ্যাট পরিহার করার পরামর্শ দেওয়া। ব্যবসায়ের সেক্টর অনুসারে ভ্যাট পলিসি ও গাইড লাইন তৈরি করতে দাবি তোলা। ভ্যাট আইন ফিল্ড লেভেলে বাস্তবায়নের মূল স্টেক হোল্ডার আমরা, আমাদের গুরুত্ব এনবিআর ও ব্যবসায়ীর কাছে অবস্থান ও গুরুত্বপূর্ণ করা। ভ্যাট আইন নাজ্জটার স্বার্থে কাজ করা এবং ভ্যাট কনসালট্যান্ট ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকতাদের গুরুত্ব ও মর্যাদা নিশ্চিত করা।
ঢাকা/হাসান/এসবি