ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৪
বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে

বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের অক্টোবর মাসে ৪৯৮ কোটি টাকা খরচ করেছেন, যা সেপ্টেম্বর মাসের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি। সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ডে ৪২০ কোটি টাকা খরচ করেছিলেন বাংলাদেশিরা। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশিরা কয়েকটি দেশে ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন। এসব দেশের মধ্যে অক্টোবর মাসে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর ও ইউকে। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশের বেশি এই ৫ দেশে হয়েছে। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারতে বাংলাদেশিদের খরচ বেড়েছে। এর মধ্যে বেশি বেড়েছে থাইল্যান্ডে। 

ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এর পরেই থাইল্যান্ডের অবস্থান।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের খরচ ভারতে কমেছে। বিপরীত দিকে থাইল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণ বেড়েছে। সে হিসেবে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচও বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮৪ কোটি ২০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৬ দশমিক ৮৯ শতাংশ। সেপ্টেম্বরে তা ছিল ৭৬ কোটি ৭০ লাখ টাকা।

অক্টোবরে থাইল্যান্ডে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৫৭ কোটি টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১১ দশমিক ৪২ শতাংশ। সেপ্টেম্বরে তা ছিল ৪১ কোটি ৬০ লাখ টাকা।

অক্টোবরে ভারতে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ৫৩ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন, যা বিদেশে ক্রেডিট কার্ডে মোট খরচের ১০ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বরে ভারতে খরচ হয়েছিল ৪১ কোটি ৬০ লাখ টাকা। 

অক্টোবরে বাংলাদেশিরা সিঙ্গাপুরে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৪৩ কোটি ৩০ লাখ টাকা বা ৮ দশমকি ৬৮ শতাংশ এবং যুক্তরাজ্যে গিয়ে খরচ করেছেন ৩৭ কোটি ৬০ লাখ টাকা বা ৭ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া, মালয়েশিয়ায় ৩১ কোটি ৫০ লাখ এবং কানাডায় ২৬ কেটি ৯০ লাখ টাকা ক্রেডিট কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।  

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের একজন নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।  

ঢাকা/এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়