বেক্সিমকোর শ্রমিকদের মজুরি দিতে টাকা দেবে না সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দিতে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “এর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য টাকা দেওয়া হয়েছিল। সে টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হয়েছে। এটা না দেওয়া হলে তারা রাস্তা অবরোধ করত।”
এর আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে খেলাপি ঋণ থাকার কারণে প্রতিষ্ঠানগুলো লে-অফ ঘোষণা করা হয়।
এদিকে, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, “সরকার শিল্পকারখানার জন্য নতুন গ্যাস সংযোগের অনুমোদন দেবে, যদি তারা এলএনজি আমদানির খরচের সমান বিল পরিশোধ করতে রাজি হয়।”
তিনি বলেন, “কেডিএস গ্রুপ এবং লাফার্জ নতুন গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে। সরকার এলএনজি ক্রয়ের মূল্য পরিশোধ করলে তারা নতুন গ্যাস সংযোগ অনুমোদন পাবে।”
ঢাকা/হাসনাত/রফিক