পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এদিকে, ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৯টি কোম্পানির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত আছে ৮১টির।
এদিন ডিএসইতে মোট ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩.৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট কমে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৬.৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৯টি কোম্পানির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।
দিন শেষে সিএসইতে ১২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক