ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৫ ডিসেম্বর ২০২৪  
আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ 

আজ শুভ বড়দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ ব্যাংক ও দেশের উভয় পুঁজিবাজার বন্ধ রয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, শুভ বড়দিন উপলক্ষে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো দেশের প্রধান শেয়ারাবাজার ডিএসই ও অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেনও বন্ধ থাকবে। একইসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া, বড়দিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে আগের নিয়মে যথারীতি শেয়ারবাজারের লেনদেন চলবে।

জানা গেছে, ২০২৪ সালে সাপ্তাহিক ছুটির বাইরে দেশের তফসিলি ব্যাংকগুলো আরও ২৪ দিন ছুটি থাকবে বলে বছরের শুরুতে নির্ধারণ করা হয়। এরমধ্যে বড়দিন উপলক্ষে বন্ধ রাখা হয়েছে এক দিন। আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাংকের কার্যক্রম যথারীতি চলবে।

ঢাকা/ এনএফ/ এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়