ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করছে সরকার 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:১১, ২৬ ডিসেম্বর ২০২৪
৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করছে সরকার 

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) এবং সৌদি আরব থেকে পৃথক দুটি প্রস্তাবে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করবে সরকার। এর মধ্যে কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার এবং সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় করা হবে। এতে মোট ব্যয় হবে ২৪৯ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। 

সভা সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো থেকে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখিত অর্থবছরে দশম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য প্রাইস অফার পাঠাতে বললে তারা তাতে সাড়া দেয়। এতে প্রতি মেট্রিক টন ৩৪৩.২৫ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১২৩ কোটি ৫৭ লাখ টাকা।

সভায় সৌদি আরব থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অপর একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ কেমিকাল ইন্ডাষ্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) জন্য এই সার ক্রয় করা হবে।  

সূত্র জানায় ২০২৪ সালের ১১ জুন ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরব থেকে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে মূল্য নির্ধারণ করে সার আমদানি করা হচ্ছে। ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ে ১২৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা ব্যয় হবে। যা ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করা হবে।

ঢাকা/হাসনাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়