ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

স্থানীয় সরকার বিভাগের ২ ক্রয় প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৬ ডিসেম্বর ২০২৪  
স্থানীয় সরকার বিভাগের ২ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্থানীয় সরকার বিভাগের আওতায় ২টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২৭৬ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ‘ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিসিলিয়েন্ট স্মল স্কেল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রজেক্ট ইমপ্লিমেন্টাশন সাপোর্ট কনসালট্যান্টস (পিআইএসসি) প্যাকেজে পরামর্শক নিয়োগ শীর্ষক প্রকল্পের আওতায় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্ট কনসালট্যান্ট নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য তালিকাভুক্ত ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব চাওয়া হলে তারা তা দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে নর্থইস্ট হাইড্রলিক কনসালট্যান্টস লি.; মেটামেটা রিচার্স; রিসোর্স প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস প্রা.লি.-কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৫৪৯ টাকা।

সভায় ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায় (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত এনজিওসমূহের সঙ্গে চুক্তির ২য় ভেরিয়েশনসহ ২য় সংশোধিত চুক্তি অনুমোদন দিয়েছে কমিটি। নগর ও পৌরসভাসমূহে বসবাসকারী জনগোষ্ঠীর ১৬ ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দানের জন্য আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট চলমান আছে।

প্রকল্পের ২য় সংশোধনের মাধ্যমে অতিরিক্ত ১২ মাস স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ২২টি পার্টনারশীপ এলাকায় নিয়োজিত এনজিওসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির জন্য ২য় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

ঢাকা/হাসনাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়