ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রাশিয়া, মরক্কো থেকে সার আমদানির সিদ্ধান্ত 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৬ ডিসেম্বর ২০২৪  
রাশিয়া, মরক্কো থেকে সার আমদানির সিদ্ধান্ত 

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমপিও সার এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সারসহ মোট ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির ২টি প্রস্তাবে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রস্তাব ২টিতে অনুমোদন দেওয়া হয়। 

’সভা সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬ষ্ঠ লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪৮৯.৭৫ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে বাংলাদেশি টাকায় ১০৪ কোটি ৩১ লাখ টাকা।

সূত্র জানায়, মরক্কো থেকেও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অপর একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন সারের দাম ৫৮৪,৫০ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে বাংলাদেশী টাকায় ২৮০ কোটি ৫৬ লাখ টাকা।

 

ঢাকা/হাসনাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়