ডিএসইতে দাম কমার শীর্ষে এস আলম কোল্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ারের দাম কমেছে ১৫.৬৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১১.৫০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু অ্যাগ্রোর ১৩.৯৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ১১.৫৪ শতাংশ, বিআইএফসির ১১.২৪ শতাংশ, যমুনা অয়েলের ১০.২৭ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, আইসিবি ইমপ্লোয়েস প্রভিডেন্ট মিউজ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৯৬ শতাংশ ও বিডি ওয়েল্ডিংয়ের ৮.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/রফিক