ব্যাংকিং খাতে নানা অর্জন থাকলেও অনেক ব্যর্থতা আছে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
‘‘দেশের ব্যাংকিং খাত অনেক এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ব্যাংকিং খাতে নানা অর্জন থাকলেও, অনেক ব্যর্থতা আছে। প্রকৃতপক্ষে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে না পারলে খাদের কিনারায় চলে যাবে ব্যাংক খাত।’’
রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মিরপুর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।
অনুষ্ঠানটিতে বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীবের সঞ্চালনায় বিআইবিএমের মহাপরিচালক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘‘টেকসই অর্থায়নে ব্যাংকিং খাতের অনেক বেশি অবদান রাখার সুযোগ আছে। তবে ব্যাংকিং খাত যত দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আমরা তা করতে পারিনি। আমরা সবাই হয়তো সততার সঙ্গে কাজ করেছি। হয়তো বিচ্যুতি ঘটেছে বা ঘটেনি। আমাদের এই আত্মবিশ্লেষণ করতে হবে। সকলে নিজ নিজ জায়গা থেকে কাজ করলে ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’’
গভর্নর বলেন, ‘‘এসএমই-এর মতো কিছু অপ্রচলিত খাত এবং জলবায়ু ও সবুজ অর্থায়নের মতো নতুন খাতে অর্থায়নে ব্যাংকগুলো তেমন আগ্রহ নেই। এসব খাতের জন্য টাকা দেওয়া হয়েছে কিন্তু তা হস্তান্তর হচ্ছে না। যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা এসব খাত নিয়ে খুব একটা উৎসাহী নন। জলবায়ু ও পরিবেশে অর্থায়নের মতো নতুন খাতে অর্থায়ন করে ব্যাংকিং খাত অনেক বেশি অবদান রাখার সুযোগ আছে।’’
তিনি বলেন, ‘‘ব্যাংকিং খাত তথা আর্থিক খাতের উন্নয়নে বিআইবিএমের মতো প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রয়োজন। এ ধরনের ইনস্টিটিউট ছাড়া আর্থিক খাতের বিকাশ সম্ভব নয়। জলবায়ু ও সবুজ অর্থায়ন নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এজন্য এসএমই ও সবুজ অর্থায়ন নিয়ে ট্রেনিং দিতে হবে।’’
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেন, ‘‘বিআইবিএম থেকে সিটি ব্যাংকের কর্মকর্তারা ট্রেনিং পেয়েছে। বিআইবিএম একটি থিংক ট্যাংক, যা থেমে নেই। সময়ের সাথে সাথে বদলাচ্ছে প্রতিষ্ঠানটি। বিআইবিএম থেকে ট্রেনিং নিয়ে কর্মকর্তারা আর্থিক খাতে কর্পোরেট সুশাসন, ঋণ বিতরণসহ নানা বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করছে।’’
ঢাকা/এনএফ/এনএইচ