ডিএসইর বাজার মূলধন কমেছে ১৫.১৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরের তুলনায় চলতি বছরে বাজার মূলধন বেশ কমেছে। এ বছর বাজার মূলধন কমেছে ১ লাখ ১৮ হাজার ২০৩ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা বা ১৫.১৪ শতাংশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার মূলধনে ২০২৪ সালে বড় পতন হয়েছে। চলতি বছরের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৫০ কোটি টাকা। বছর শেষে ডিএসইতে বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ বাজার ৬২০ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ লাখ ১৮ হাজার ২০৩ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা বা ১৫.১৪ শতাংশ।
এদিকে, চলতি বছরে ডিএসইতে বাজার মূলধন সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৮৮ হাজার ৪৪৯ কোটি টাকায়। এ বছরে বাজার মূলধন কমে সর্বনিম্ন হয়েছিল ৬ লাখ ৩০ হাজার ৩৪৯ টাকা।
ঢাকা/এনটি/রফিক