ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

বছরজুড়ে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৩৭.৭৪ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৩১ ডিসেম্বর ২০২৪  
বছরজুড়ে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৩৭.৭৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে এক বছরের ব্যবধানে লেনদেন কমেছে ৪ হাজার ৯২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা বা ৩৭.৭৪ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন দাঁড়িয়েছে ৯ হাজার ২৫১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। ২০২৩ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ১৭৭ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৪ হাজার ৯২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা বা ৩৭.৭৪ শতাংশ।

আরো পড়ুন:

২০২৩ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন দাঁড়ায় ১৪ হাজার ১৭৭ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকায়৷ গত বছরের অর্থাৎ ২০২২ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ২৫৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন ৭৬ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার বা ০.৫৩ শতাংশ কমেছিল।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়