ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ব্যাংকগুলো তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ বিভাগ, শাখা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
ব্যাংকের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এরূপ পরিস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য নির্দেশনা অনুসরণীয় হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি নিরূপণপূর্বক সুপারিশ প্রদানের জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে।
স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার এলার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা তা পরীক্ষণপূর্বক অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য-স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার এলার্ম কার্যকর করতে হবে, ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এক্সটিংগুইসার স্থাপন করতে হবে, অগ্নি নির্বাপণ অনুশীলন বা মহড়া আয়োজন এবং স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন করতে হবে এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্যাংকের স্পর্শকাতর স্থানগুলোতে (সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।
ঢাকা/এনএফ/এসবি