ডলারের দাম নির্ধারণের সুযোগ পেল সব ব্যাংকের অনুমোদিত শাখা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৈদেশিক মুদ্রা বিনিময় বা ডলারের দাম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনার মাধ্যমে ডলারের দাম বাজারমুখী করা হচ্ছে। নতুন নির্দেশনায় বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো (এডি শাখা) তাদের গ্রাহক ও ডিলারদের কাছে নিজেরা আলোচনার মাধ্যমে ডলারের দাম নির্ধারণ করতে পারবে।
নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে দিনে দুইবার কেন্দ্রীয় ব্যাংককে ডলার বেচাকেনার তথ্য জানাতে হবে সব ব্যাংকের অনুমোদিত শাখাগুলোকে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো থেকে দিনে দুইবার বৈদেশিক মুদ্রা বেচাকেনার তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এর মধ্যে ১ লাখ ডলারের বেশি কেনাবেচার তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে এবং সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা বেচাকেনার তথ্য বিকেল সাড়ে ৫টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বেচাকেনার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে, বলা হয়েছে পরিপত্রে।
ডলার বা বৈদেশিক মুদ্রার বাজার যাতে কেউ অস্থিশীল করে তুলতে না পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ-বিষয়ক একটি নীতিমালা প্রকাশ করার কথা ছিল। দীর্ঘদিন বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল ছিল।
ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২০ টাকায় সংগ্রহ করত। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অতিরিক্ত দামে রেমিট্যান্সের ডলার কিনতে শুরু করে, তখন থেকে বৈদেশিক মুদ্রাবাজার অস্থির হয়ে ওঠে। কোনো কোনো বিদেশি এক্সচেঞ্জ হাউস ১২৭ টাকায় রেমিট্যান্সের ডলার কিনেছে। বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা দূর করতে রেমিট্যান্সের ডলার রেট সর্বোচ্চ ১২৩ টাকায় কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
অতিরিক্ত দাম দিয়ে ডলার কেনায় ডিসেম্বরের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ডলারের দাম বেশি পাওয়ায় বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা; যার কারণে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি মাসের ২৮ দিনে ২৪২ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার।
ঢাকা/এনএফ/রাসেল